নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আঠুলিয়া বাদুড়িয়া গ্রামের মৃত শেহের আলী কয়ালের ছেলে মোঃ রফিকুল ইসলাম ও তার জামাই সোহাগ সরদার প্রতারণা শিকার হলেন মোঃ আতিয়ার রহমান, মোঃ মোমিন আলী, মোঃ শফিকুল ইসলাম, উভয় পিতা মৃত শেহের আলী কয়ালসহ চারজন ভাই
জানা গেছে ঐ গ্রামের যার মৌজা, জে, এল নং ১০৭, খতিয়ান নং ৫৮৮, দাগ নং ৩৭১২, মোট জমির পরিমাণ ৬৬ শতক, উক্ত সম্পত্তি কোবালা সূত্রে মালিক বাদুড়িয়া গ্রামের মৃত শেহের আলী কয়াল, স্ত্রী তার থেকে প্রতারণা করে তার ছেলে রফিকুল ইসলাম ও তার জামাই সোহাগ সরদার ডাক্তার দেখানোর নাম বলে জমিটা লিখে নাই। কিন্তু শেহের আলী কয়লা এর বড় ছেলে মোঃ আতিয়ার রহমান তিনি তার সম্পত্তি ধান্য চাষাবাদ এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলো, কিন্তু জোর পূর্বে দখলের চেষ্টা করায় তারই উপর ভিত্তি করে ভুক্তভোগী মোঃ আতিয়ার রহমান বাদী হয়ে গত ২০-০২-২২ ইং ( সোমবার) তারিখে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেন প্রতিপক্ষ মোঃ রফিকুল ইসলাম ও তার জামাই সোহাগ সরদার আইন অমান্য করে জোরপূর্বক উক্ত জমি দখলে নেয়।
এ ব্যাপারে অনুসন্ধানে গিয়ে জানা যায় এই রফিকুল ইসলাম একজন প্রতারক তার কাজ কাম নাই সে ঘুরে বেড়াই আর জমি বিক্রি করে খাই মানুষের সাথে প্রতারণা করে এটাই তার কাজ এর সাথে জড়িত হয় তারই জামাই সোহাগ সরদার কে এলাকার লোক তাকে প্রতারক বলে চেনে।
অভিযোগের ভিত্তিতে এ বিষয় নিয়ে এএস আই সুব্রত কুমার দু- পক্ষের লোকজন ও ইউপি সদস্য রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদেরকে নিয়ে গত ২৪/০২/২৩ ইং ( শুক্রবার) বিকাল বুঝিয়া বলেন যে যেভাবে আছে এভাবেই থাকবে এখানে কেউ দখল করার চেষ্টা করবেন না কিন্তু তার কথাও অমান্য করে তার জামাই এলাকায় চিটার নামে পরিচিত সোহাগ সরদার টাকা পয়সা খরচ করে জমির দখল দিয়ে রাখে
এ ব্যাপারে নাম না বলা এক সাংবাদিক জানান আমরা সোহাগ সরদার সাথে গিয়েছিলাম যে এক হোটেলে খেতে বসলেই ওই হোটেল মালিক বলেন এই যে রফিকুলের জামাই সোহাগ সরদার নাম্বার ওয়ান প্রতারক এই বাটপার কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ ব্যাপারে ইউপি সদস্য রবিউল ইসলাম জানান ভাই কি আর বলবো এদের মধ্যে শুধু অশান্তি এনে দিচ্ছে ওই যে ওর জামাই বাটপার সোহাগ সরদার।
আপনার মতামত লিখুন :