নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে ১৮ টি হাতবোমা উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র্যাব ।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এর আগে সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান, নির্বাচনী নিরাপত্তায় টহলের সময় কালীগঞ্জের কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে উক্ত ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে র্যাব হেডকোয়াটারের নির্দেশে উদ্ধারকৃত বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে।
আপনার মতামত লিখুন :