• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর ও প্রাণনাশের হুমকি


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন / ১৬
সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর ও প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে আসলাম হোসন (৫৫) নামে এক সাংবাদিকের বসত বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আসলাম হোসন দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার। এ ঘটনায় সাংবাদিক আসলাম হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার শেষে ঘুমিয়ে পড়েন আসলাম। ওই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটে উত্তর পারিল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেয়।

সাংবাদিক আসলাম হোসেন বলেন, আমি ভয়ে আমার পরিবার নিয়ে ঘরে নিশ্চুপ ছিলাম। দুর্বৃত্তরা টিনের চালা, বেড়া কুপিয়ে কেটে ফেলে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরে ভাঙচুর চালায়। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন তিনি। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।