• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

সরকারী গাছ দফাদারের বাড়ি


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন / ৭৯
সরকারী গাছ দফাদারের বাড়ি

আল আমিন সরদার, সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়ন পরিষদের সরকারি গাছ খলিষখালি ইউনিয়নের দফাদার শের আলীর বাড়িতে।

এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান খলিষখালি ইউনিয়নের দফাদার শেরআলী কিছু দিন আগে ৯ নম্বর খলিশখালী ইউনিয়ন পরিষদের সরকারি গাছ তার নিজের বাড়িতে ভ্যান গাড়িতে করে নিয়ে যায় আমরা জিজ্ঞাসা করলে সে বলে আমি নিয়েছি কিন্তু সরকারি গাছ সে কিভাবে কিনব কার কাছ থেকে কিনলো এটা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে দফাদার শেরআলী কাছে জানতে চাইলেই তিনি পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে ৯ নম্বর খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাব্বির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই গাছের ব্যাপারে কিছু জানিনা।

এ ব্যাপারে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি দায়িত্ব আছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারি গাছ কাটার একটা দন্দিনি অপরাধ যদি এমন কোন কাজ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে