মোঃ রাসেল সরকারঃ সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বাতিল ও নানা অনিয়ম বন্ধের দাবিতে আন্দোলন করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা।
শুক্রবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকরি দেয়ার নামে আউটসোর্সিং এর দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আবার যখন-তখন চাকরি থেকে বহিষ্কারও করছে। মানববন্ধনে ঠিকমতো বেতন না দেয়ারও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
তারা জানান, নানা বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো কর্মচারী। মানববন্ধনে চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবি তোলেন বক্তারা।
আপনার মতামত লিখুন :