সোহাগ হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সমূহ যথাযথ ভাবে মেনে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শা বাগআঁচড়া সাতমাইল কোরবানির পশুর হাট পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, পশু হাট পরিচালনা কমিটির সদস্য মোঃ আসাদুল ইসলাম (মেম্বার)
বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ঈদের আগ পর্যন্ত একটানা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাটটি চলবে বলে তিনি আজকের বাংলাদেশ প্রতিবেদক কে জানান।