• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

সম্পাদক ও সাংবাদিক কে গুম করার হুমকিতে রাজশাহী সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন / ৬১
সম্পাদক ও সাংবাদিক কে গুম করার হুমকিতে রাজশাহী সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, বাংলাদেশ সংবাদপত্র সংস্থা বিএসপি’র সাধারণ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিবেদক সাংবাদিক মুস্তাকিম নিবিড়কে স্বপরিবার বাসা থেকে তুলে নিয়ে যাওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলিট কনস্ট্রাকশন’-এর স্বত্ত্বাধিকারী দিবাকর চন্দ্র রায় ওরফে দিপু।

তার এমন হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর স্থানীয় সাংবাদিক বৃন্দরা। আজ ২৬ জুলাই সন্ধায় দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধান মো: নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে ও রাজশাহী জেলা প্রতিনিধি হুমায়ুন কবীরের সঞ্চালনায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সম্পাদক ও সাংবাদিক পরিবারের উপর এমন হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী ও সাংবাদিক মুস্তাকিম নিবিড়ের জানমালের নিরাপত্তা রাজউকের ঠিকাদার দিপু এবং দুর্নীতিবাজ কর্মকর্তার বিষয়ে তদন্তপূর্বক বিচারের আওতায় আনার জোর দাবী জানান সাংবাদিক সমাজ।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে সাংবাদিক ও তাদের পরিবারের ওপর হুমকি,ধামকি হামলার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হুমকি,ধামকি,মারধর বা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

সাংবাদিক নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হুমকি,ধামকি ও হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’

এসময় বক্তব্য দেন, দৈনিক উপচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: সুরুজ আলী, জাতীয় অর্থনীতি পত্রিকার ফটো সাংবাদিক সিরাজুল ইসলাম রনি, আজকালের খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি জামি রহমান,এই বাংলা স্টাফ রিপোর্টার নাঈম হোসেন,সংবাদ ২৪ঘন্টার ব্যবস্থাপনা সম্পাদক নাসিমুল গনি সুজন, একুশের কন্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি রফিকুল ইসলাম নয়ন,সংবাদ ২৪ঘন্টা চেয়ারম্যান ফাহমিদা আফরীন, মোঃ জাকির হোসেন, দৈনিক বাংলার সময়, দৈনিক বর্তমান পাভেল ইসলাম মিমুল, দৈনিক আজকের বসুন্ধারা জেলা প্রতিনিধি গোলাম রসুল রনক, মোঃ নুরজামাল ইসলাম গ্রামবাংলা খবর, দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার সোনিয়া খাতুন,দৈনিক উপচার হাসান মৃধা, ফটো সাংবাদিক মিশাল, সংবাদ চলমান স্টাফ রিপোর্টার মতিউর রহমান, মাহফুজর রহমান মুন,রুবেল ওজায়ের রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।