কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সহজ ক্যারিয়ার’ নামক একটি ফেসবুক পেইজের মাধ্যমে একটি জালিয়াত চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নামে অনার্স ও মাস্টার্সের জাল সনদ বিক্রি করছে। যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে এবং এটি সম্পূর্ণ অবৈধ।
ইতোমধ্যে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখ থাকে যে, এ ধরনের কর্মকান্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদৌ কোনো সম্পৃক্ততা নেই।
যদি কেউ উক্ত জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত হয়ে কোনো রকম অবৈধ সনদ/রিকমেন্ডেশন/ট্রান্সক্রিপ্ট প্রভৃতি সংগ্রহ করে থাকেন/সংগ্রহ করার জন্য উদ্যোগী হন, তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশেমুরবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :