কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ঢাকা - খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর থানাধীন চর পাথালিয়া এলাকায় গত ০৬/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে পিকআপ গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা এক পুরুষ পথচারী (৬০) দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে মটর সাইকেল আরোহী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন কিন্তু দুর্ঘটনার শিকার অপর অজ্ঞাত ব্যক্তি গত ২৩/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮ টার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপালগঞ্জ সদর থানায় জানালে এস.আই (নিঃ) মোঃ মোকাররম হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ গোপালগঞ্জ পৌরসভার মাধ্যমে দাফনের ব্যবস্থা করেন। সদর থানার এস.আই (নিঃ) মোঃ মোকাররম হোসেন এ বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ সদর থানা, মামলা নং- ২৪ তারিখ ২৬/০৮/২০২৪ ইং, ধারা- ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ রুজু করেন। পরবর্তীতে, ওই মামলার তদন্তভার এস.আই মো. মারুফুল হককে দেওয়া হয়। নাম, পরিচয়হীন অজ্ঞাত মৃত ব্যক্তির কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ওই মৃত ব্যক্তির পরিচয় জানেন বা তাকে চিনতে পারেন তাহলে এস.আই (নিঃ) মোঃ মারুফুল হক, মোবাইল ০১৭২৭-১২২৪২২ নম্বরে জানানোর জন্য সদর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন
গোপালগঞ্জ সদর থানা পুলিশের রেকর্ড মোতাবেক মৃত ব্যক্তির বিবরণীতে জানাগেছে, তার গায়ের রং শ্যামলা, জলপাই রঙের হাফ প্যান্ট পরা ছিলো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি ও মুখমণ্ডল লম্বা আকৃতির ছিলো। খুব সম্ভব মুসলিম সাম্প্রদায়ের ছিলেন বলে ধারণা করা হচ্ছে।