• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

সংসদীয় আসনে মনোনয়ন প্রদানের জন্য আওয়ামীলীগের নতুন বোর্ড গঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২, ৫:৩৫ অপরাহ্ন / ৬৯
সংসদীয় আসনে মনোনয়ন প্রদানের জন্য আওয়ামীলীগের নতুন বোর্ড গঠিত

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের পরপরই সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় বোর্ড গঠিত হতে হয়। এপ্রেক্ষিতে ২২তম সম্মেলন শেষে গঠিত হয়েছে ১০ সদস্য বিশিষ্ট নতুন সংসদীয় বোর্ড। শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, মো. রাশিদুল আলম ও ডা. দীপু মনি।