• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শ্রীপুরে বিশ্ব ইজতেমা সম্পর্কে অনৈতিক মন্তব্য করায় ফাইজুল কে গ্রেফতার করেছে পুলিশ


প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৩, ২:২৯ অপরাহ্ন / ১০৯
শ্রীপুরে বিশ্ব ইজতেমা সম্পর্কে অনৈতিক মন্তব্য করায় ফাইজুল কে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে বিশ্ব ইজতেমা সম্পর্কে অনৈতিক মন্তব্য করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম ফাইজুল ইসলাম উরুফে গাড় বেকা (২৬)সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টার সময় শ্রীপুর পৌর এলাকার আমান টেক্সটাইল মিলস লিমিটেডের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক আমান টেক্স টাইল মিলের শ্রমিক। অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬টার সময় গ্রেফতারকৃত যুবক ফাইজুল ইসলাম তার Md Faizul Islam নামীয় ফেসবুক আইডি থেকে বিশ্ব ইজতেমাকে অবমাননা করে আপত্তিকর পোস্ট দেয়। তার দেয়া পোস্টটি শনিবার দিনবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই আপত্তিকর পোস্টের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলার কায়েতপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ হাসিবুল হাসান হাছিব বাদী হয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই শ্রীপুর থানার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ওই যুবককে গ্রেফতার অভিযানে নামে পুলিশ। অভিযোগের পর কিছুক্ষণের মধ্যেই শ্রীপুর থানার পুলিশ ওই যুবকে গ্রেফতার করতে সক্ষম হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, অভিযুক্ত যুবক ফাইজুল ইসলামকে গ্রেফতার করিয়া, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮(১)/৩১(১) মামলা নং-১৮, রুজু করিয়া তাৎক্ষনিক ঘটনায় ব্যবহৃত আলামত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।