ইলিয়াস হকঃ হঠাৎ করেই উঠতি কিছু নায়িকা আর মডেল গ্রেফতার হওয়ার পর বাংলা ছবির দৃশ্য মনে পড়ে যাচ্ছে।গদ বাঁধা বাংলা ছবিতে হয় নায়ক বিপদে পড়ে নায়িকা এগিয়ে আসে। নতুবা নায়িকার বিপদে নায়ক এগিয়ে এসে বিভিন্ন কৌশলে মারপিট করে নায়িকাকে উদ্ধার করে।
কিন্তু বাস্তবে সেটার উল্টো দেখলাম। কয়েকদিনের অভিযানে আটক নায়িকাদের উদ্ধারতো দুরের কথা তাদের কথা বলতেও ভয় পাচ্ছে অনেকে। কেন এরকম হলো। একজন নায়ক নায়িকার কোটি ভক্ত থাকবে, ভালো বাসবে। সেই ভক্তরা তাদের পক্ষে বিপক্ষে কথা বলবে। কিন্তু এখন দেখছি সকলে গালাগালি দিচ্ছে। কেন এমন হলো। হঠাৎ করে শো-বীজ জগতের এই খারাপ অবস্থা কেন শুরু হলো।
এক সময়ে এই বাংলার সাংস্কৃতি উপমহাদেশের অনেক দেশই অবলকন করতো। নাম করা সঙ্গীত, কবি, জারি,সারি, ভাটিয়ালি, যাত্রা, পালা, নাটক হতো। অসংখ্য বাঙালি পৃথিবীতে নাম করেছিলো তাদের সাংস্কৃতিক চিন্তা চেতনা দিয়ে।
সেই সৃংস্কৃতি কালের বিবর্তনে কেন হারিয়ে গেলো। সেই অভিনয় জগৎ দখল হয়ে যাচ্ছে শো-বিজ নামের নষ্টামি, তথা কথিত নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা দের অপসাংস্কৃতি আর টাকার নেশায়। প্রথমে এরা নিজের টাকা খরচ করে নিজের প্রচার মাধ্যমে প্রকাশ করে। বনে যায় সেলিব্রিটি। শো-বীজ তারাকা।
সেই কারনে অভিনয় জগতের সেই নাম করা নায়ক নায়িকারা এখন ঘৃনায় ফ্লিম পাড়ায় যায় না। সঙ্গীত জগতের নামকরা গায়করা এখন গান গাইতে চায় না।
কারন যেখানে নস্ট মানুষদের পিছনে ১০টা ক্যামেরা থাকে। নিজের টিভিতে নিজে গেয়ে প্রকাশ করে।
নিজের ঘরকে পতিতা বারে পরিনিত করে। ফ্লিমের অন্তরালে নীল ছবি বানায়। শো-বীজ নামে, ডিজে পার্টি, আর নষ্ট ফ্লীম করে অঢেল টাকা রোজগার করে।
মডেলের নামে ব্লাক মেইল করে কোটি টাকা রোজগার করে।
সেখানে নানা রকম প্রশ্ন খেকে যায়। এই জগতে পিছনে থাকতে হয় বড় কোন শক্তি। সেই শক্তি ব্যবহার করে ইচ্ছামত যা খুশি তা করলে পার পেয়ে যায়।
তবে আশার আলো এখন ফাস হলো এদের আসল রুপ। শো বীজ জগৎ বিতর্কিত করার গডফাদার দের মুখোশ উম্মোচন হলে। এই দায় কার? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :