• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

শোকাবহ আগস্টের প্রথম দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন / ১১৭
শোকাবহ আগস্টের প্রথম দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আগস্ট মাস বাঙালি জাতির অন্যতম শোকের মাস। ১৯৭৫ -এর ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকেরা মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে। যা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় রাত হিসেবে স্বীকৃত। পরবর্তীতে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৫ আগস্ট কে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে চলেছে। আর আগস্ট মাসকে শোকাবহ মাস হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। শোকাবহ আগস্টের প্রথম দিবসে (১ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, গোপালগঞ্জ জেলা- উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সকলে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম -এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পালের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ জেলা গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাহাদুর আলী ও নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসানের নেতৃত্বে জেলা গণপূর্ত অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকে’র নেতৃত্বে জেলা এলজিইডি বিভাগ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম -এর নেতৃত্বে সওজ’র বিভিন্ন দপ্তর, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ’র নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানের নেতৃত্বে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ-এর
নেতৃত্বে গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তর, ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখের নেতৃত্বে উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।