কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আগস্ট মাস বাঙালি জাতির অন্যতম শোকের মাস। ১৯৭৫ -এর ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকেরা মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে। যা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় রাত হিসেবে স্বীকৃত। পরবর্তীতে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৫ আগস্ট কে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে চলেছেন দেশের আপামর জনসাধারণ। আর আগস্ট মাসকে শোকাবহ মাস হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে।
শোকাবহ আগস্টের প্রথম দিবসে (১ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর।
এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, আব্দুল হালিম খান সহ অন্যান্য উপসহকারী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :