• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে—-রশীদুজ্জামান মোড়ল


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন / ৫০
শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে—-রশীদুজ্জামান মোড়ল

মোঃ মানছুর রহমান জাহিদঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত খুলনা -৬ এর নৌকার মাঝি রশীদুজ্জামান মোড়ল মতবিনিময় করেছেন।

রোববার সকালে পাইকগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান মুক্ত, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামির হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, আমিনুল ইসলাম আব্দুল গফুর, আজিজ গোলদার, সৈয়দ আলী, আমজেদ আলী, আনিসুর রহমান আব্দুর রহমান, হাজি মোকছেদ আলী, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের এ্যাভোকেট তৈয়েব হোসেন নুর, মাহবুব জোয়ার্দার, প্রবির গোলদার, আল ইদ্রিস সবুজ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, সেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব ময়নুল ইসলাম বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

এ সময় প্রধান অতিথি রশীদুজ্জামান মোড়ল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তাদের অবদানের জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ মুল্যায়ন করেছে। আগামীতে আওয়ামীলীগ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে অতিতের ন্যায় আরো বেশি বীর মুক্তিযোদ্ধারা মুল্যায়িত হবে। সে কারনে আবারো নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনা করেন তিনি।