নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়াবাসী।
শুক্রবার (৯ আগষ্ট) বেলা ৩টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দ্রদিঘলিয়া থেকে বিজয়পাশা-গদাইখালী এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে চন্দ্রদিঘলিয়া, শুকতাইল, চরশুকতাইল, পাইকান্দি, গোপীনাথপুর, জালালাবাদসহ বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সকল দল-মত নির্বিশেষে বঙ্গবন্ধু কন্যাকে দেশে দ্রুত ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।