কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসন থেকে টানা নবম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় এবং বিশ্ব রাজনৈতিক ইতিহাসে বিরল রেকর্ড গড়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
টুঙ্গিপাড়ায় শেখ ফজলুল করিম সেলিম এমপি’র বাসভবনে গত সোমবার রাতে জালালাবাদ ইউনিয়নের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টি.কে তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :