• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

শেখ রকিব হোসেনকে পৌরপিতা হিসেবে বেছে নিলেন গোপালগঞ্জ পৌরবাসী


প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ৭:১৪ অপরাহ্ন / ১৪৩
শেখ রকিব হোসেনকে পৌরপিতা হিসেবে বেছে নিলেন গোপালগঞ্জ পৌরবাসী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে গোপালগঞ্জ পৌর নির্বাচন-২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুন) গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ পৌরনির্বাচনের প্রাপ্ত ফলাফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ফুফাতো ভাই, গোপালগঞ্জ-২ আসননের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের চাচা শেখ রকিব হোসেনকে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩৪,০৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়র প্রার্থী মোঃ দেদারুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭৫০ ভোট। গোপালগঞ্জ পৌরসভায় নারী ও পুরুষ সহ মোট ভোটারের সংখ্যা ৫৫,৬৭২, ফলাফল বিশ্লেষণে ভোটারের উপস্থিতি গাণিতিক সূচকে ৬৬% ছিলো বলেও জানান তিনি।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১ (১,২ও৩) আমেনা বেগম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ২ (৪,৫ ও ৬) মাহফুজা আক্তার লিপি, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ৩ (৭,৮ও৯)
খাদিজা পারভীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ৪ (১০, ১১ ও ১২) নাজমীন খানম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ৫ (১৩, ১৪ ও ১৫) আছিয়া বেগম।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১ জোবায়ের ইসলাম ঝন্টু, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ২ মোঃ আলিমুজ্জামান বিটু, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩ রাশেদ মোহাম্মদ, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৪ রনি হোসেন (কালু), সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৫ খায়রুল ইসলাম, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৬ আব্দুল জলিল খান, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৭ শফিকুর রহমান শুক্তি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৮ মোঃ এবাদুল হক (পলাশ) বিনা প্রতিদ্বন্দ্বীতায়, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৯ মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১০ শেখ রাশেদ আহম্মেদ (রিকো), সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১১ মোঃ কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স), সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১২ আল আমীন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১৩ মোঃ আল আমিন সিকদার (কুটু), সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১৪ শরিফুল ইসলাম শিকদার, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ১৫ নিয়ামুল হাসান (আমিন) নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বুধবার (১৫ জুন) ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় জেলা শিশু একাডেমিতে আয়োজিত গোপালগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ এর বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এসময় গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেদুল ইসলাম, নির্বাচনে বিজয়ী প্রার্থী ও তাদের কর্মী- সমর্থক সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটারগণ গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।