• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শীত নামতেই খুলনার পাইকগাছায় কদর বেড়েছে গরম কাপড়ের


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন / ৩১
শীত নামতেই খুলনার পাইকগাছায় কদর বেড়েছে গরম কাপড়ের

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ প্রকৃতিতে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। আর যার ফলে বর্তমানে শহর থেকে গ্রাম সর্বত্রই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। এমন অবস্থায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে শীতের তৈরি পোশাকের চাহিদাও বেড়েছে। বিভিন্ন মার্কেট, ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে। তীব্র শীতের প্রস্তুতি হিসেবেও অনেকে প্রয়োজনীয় গরম পোশাক, জ্যাকেট, সোয়েটার, শাল, টুপি, মোজা, মাফলার কিনতে ছুটছেন দোকানে।

সরেজমিন দেখা গেছে, ক্রেতাদের মধ্যে যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তাদের বেশিরভাগই নামি দামি মার্কেট থেকে শীতের পোশাক কিনছেন। আর নিম্ম আয়ের মানুষের আনা গোনায় ছোট ছোট দোকানপাট ও ফুটপাতেও বেশ জমজমাট বেচাকেনা হচ্ছে। দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার, মোজা, হুডি, ট্রাউজার, ডেনিম শার্টই বেশি দেখা গেছে। এর মধ্যে সোয়েটার ও হুডিতে ফ্যাশন ও প্রয়োজন দুই চাহিদাই পূরণ করছেন তরুণ-তরুণীরা। অবশ্য মার্কেট ও ফুটপাতে রয়েছে পোশাকের দামের তারতম্যও। ফুটপাতে ৫’শ-১ হাজার টাকার মধ্যে সোয়েটার, হুডি পাওয়া গেলেও ভালো মার্কেট গুলোতে হুডি, জ্যাকেট ও ব্লেজারের দাম ২ হাজার – ৫ হাজার টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা। এ দিকে, উপজেলায় কনকনে শীতে জনজীবন রীতিমতো কাবু হয়ে পড়েছে। গত দু’দিন ধরে শীতের মাত্রা বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর ঘনকুয়াশায় আরো বেড়ে যায় শীতের মাত্রা। যার ফলে দিনমজুর, শ্রমিক, জেলে ও কৃষকদের বেশি বেকায়দায় ফেলে দিয়েছে শীত। তবুও জীবন-জীবিকার তাগিদে কর্মজীবী মানুষেরা এই কনকনে শীতকে উপেক্ষা করে কাজ করছেন। অপরদিকে, শীত থেকে রক্ষা পেতে গরম কাপড়ের ব্যবহার বেড়েছে। অনেকে গত বছরের পুরনো গরম কাপড় ব্যবহার করছেন। অনেকে আবার নতুন করে গরম কাপড় কিনছেন। এর মধ্যে কমদামে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন নিম্ম আয়ের মানুষজন।

সরজমিনে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরম কাপড় কিনতে দাম-দর করছেন ক্রেতারা। কাপড়ের স্তূপে খোঁজছেন নিজের পছন্দের পোষাক। পছন্দ হলে সাধ্যমতো দামে পেলে কিনে নিয়ে যাচ্ছেন শীতার্ত মানুষজন। কৃষক আবদুল সালাম, মিথুন, রহমতসহ আরও অনেকে বলেন, এবার আগেভাগেই শীতে ধরে দিয়েছে। বাঁচবার উপায় নাই। আমরা গরিব মানুষ কম টাকাতেই একটা গরম কাপড় কিনতে এসেছি।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, আমাদের ফুটপাতের দোকানে ভালো ভালো কাপড় মিলে। এর মধ্যে জ্যাকেট, সুয়েটার সহ নানা প্রছন্দের কাপড় রয়েছে। আমরাও অল্প লাভে কাপড় বিক্রি করছি।