• ঢাকা
  • সোমবার, ১৬ Jun ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

শিশু ধর্ষনের অভিযোগে যশোরের বেনাপোলে এক ধর্ষক আটক


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন / ১২২
শিশু ধর্ষনের অভিযোগে যশোরের বেনাপোলে এক ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক,বেনাপোল,যশোরঃ যশোরের বেনাপোলে ৮ বছরের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষনকারী ইরাদ আলীকে (৫২) আটক করেছে পুলিশ। ১৮ জানুয়ারি বুধবার সকালে, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক ধর্ষক ইরাদ বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

জানা গেছে এ ঘটনায় ধর্ষিতার মা ধর্ষনের অভিযোগ করলে, বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে। ধর্ষিতার মা অভিযোগে বলেন, ইরাদ আলী একজন চরিত্রহীন মানুষ। এর আগে আমার বড় মেয়েকেও সে উত্যক্ত করতো। সে আমার ছোট মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় আমার মেয়ের চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে, ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে, আমি নিজে বাদী হয়ে বেনাপোল থানায় মামলা দায়ের করেছি।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-২৩, তারিখ:-১৯/০১/২৩। মামলার পরে অভিযান চালিয়ে ধর্ষককে আটক পূর্বক যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।