• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

শিশুটির স্বজনদের খুঁজছে পুলিশ


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন / ১৭৪
শিশুটির স্বজনদের খুঁজছে পুলিশ

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খুঁজে পাওয়া এক শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ। শিশুটির নাম মোছাঃ তাসফিয়া, পিতার নাম- শাহীন, মাতা- আনুরী। আনুমানিক বয়স ৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো নেভি ব্লু রঙের সোয়েটার এবং অ্যাশ কালারের পায়জামা। শিশুটি বর্তমানে তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ৯ জানুয়ারি ২০২৩ যাত্রাবাড়ী থানা এলাকায় রাস্তায় শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। সে তার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে নাই। এ সংক্রান্তে ৯ জানুয়ারি ২০২৩ যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নাম্বার–৬৬৩।

ছবির শিশুটির কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার– মোবাইল ফোন নাম্বার– ০১৭৪৫–৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার– ০২৪৮১১৮৫৪২)।