নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ খুরশিদ জাহানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় কামারপাড়া পুরাতন বাজার শিক্ষিকার মায়ের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনেই অবস্থান নেয় বেশ কিছু শিক্ষার্থী-শিক্ষক। বেলা ১১ টা নাগাদ পুরাতন বাজার খুরশিদ জাহানের মায়ের বাসার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষক শিক্ষার্থীরা। বাসার ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে ৮০ বছর বয়সী শিক্ষিকার মা ভয়ে চিৎকার করতে থাকে ছোট ছোট বাচ্চা। ভাঙচুর করা হয় গেট। বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু সেখানে থাকার শিক্ষক শিক্ষার্থীদের বলেছেন ভিন্ন কথা। শান্তিপূর্ণভাবেই তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কোন ধরনের হামলা বা কোন অপ্রীতিকর ঘটনাই সেখানে ঘটেনি বলে দাবি তাদের।
এদিকে অধ্যক্ষ ছোট ভাই পলাশ মাহমুদ অভিযোগ করে বলেন, আমার বোন কামারপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। ওনার অপসরণ চেয়ে বেশ কিছু শিক্ষক আমাদের বাসায় হামলা চালায়। হামলাকারীরা হল আনোয়ার সিদ্দিক, সানোয়ার হোসেন, রেহানা, আমিনা বেগম, রাকিবুল। তারা আমাদের গেট ভাঙচুর করে। বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আমার বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে ভেতরে থাকা ছোট বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে আতঙ্কিত হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আমার বোনের কোন অন্যায় থাকলে তার বিরুদ্ধে তারা আয়নালোক ব্যবস্থা নিতে পারে। কিন্তু কারো বাসায় বাড়িতে যেয়ে হামলা করতে পারে না। যারা হামলা করেছে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।
এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগক উঠেছে তাদের সাথে কথা বলতে কামারপাড়া স্কুলে গেলে তাদেরকে পাওয়া যায়নি। তাদের দু একজনের নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে সেখানেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে স্থানীয় লোকজনের সহায়তায় মাঠে সেনাবাহিনীর সহ পুলিশ সদস্যরা কাজ করছেন।