• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

শার্শার বাগআঁচড়ায় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ৭:৫১ অপরাহ্ন / ২৭৯
শার্শার বাগআঁচড়ায় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

আজিজুল ইসলামঃ শার্শার বাগআঁচড়ায় নিখোঁজ হওয়ার ৭ দিন পর এলাকার একটি পুকুর থেকে হামিদা বিবি নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হামিদা বিবি বাগআঁচড়া গ্রামের মৃত আব্দুল আহাদের স্ত্রী।

মৃত্যুের পারিবারিক সুত্রে জানা যায়,গত ৬ই ফেব্রুয়ারী বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল।ঘটনার ৭ দিন পর দুপুরের সময় স্থানীয় লোকজন সড়কের পাশে একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে বৃদ্ধার পরিবারে খবর দেয়। পরে মৃত্যুের নাতি ছেলে গিয়ে মৃত্যুদেহটি সনাক্ত করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটপ উদ্ধার করে।
বৃদ্ধা মানসিক ভারসাম্যহিন ছিলো।যার কারনে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারনা।এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।