• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

শার্শার পাঁচভুলোট এলাকা থেকে ফেনসিডিল সহ ৪ জন আটক


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২১, ৬:১৮ অপরাহ্ন / ৮৬০
শার্শার পাঁচভুলোট এলাকা থেকে ফেনসিডিল সহ ৪ জন আটক

আজিজুল ইসলামঃ যশোরের শার্শার পাঁচভুলোট এলাকা থেকে যশোর গোয়েন্দা পুলিশ ৭০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার(২৫ আগষ্ট) রাত সাড়ে দশটার দিকে উপজেলার প্ঁচভুলোট নতুনহাট বটতলা এলাকার পাঁকা রাস্তার উপর থেকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল বাসারের ছেলে হাসান মোড়ল, হাসান আলী মোড়লের ছেলে আঃ জলিল মোড়ল, গোলাম হোসেনের ছেলে সাত্তার আলী বিশ্বাস ও জামাল উদ্দীনের ছেলে চিন্টু হোসেনকে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় ।

গোপন খবরে জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার পাঁচভুলাট এলাকা হতে চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক করে। উদ্ধারকরা মাদক দ্রব্যের দুই লাখ দশ হাজার টাকা।রগ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।