• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে পালনের লক্ষ্যে গদাইপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন / ১৮
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে পালনের লক্ষ্যে গদাইপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার গদাইপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল। গদাইপুর ইউনিয়ন বিএনপির বার বার নির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ বাবর আলী গোলদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবারের পূজায় বিএনপির নেতাকর্মীরা থাকবে অতন্দ্র প্রহরীর ন্যায়। প্রতিটি মন্ডপে বিএনপির নেতাকর্মীদের মধ্যে থেকে কমপক্ষে দশ জনের একটি করে স্বেচ্ছাসেবক টিম থাকবে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিষ্টান, কে বৌদ্ধ এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম সাইফুদ্দীন সুমন, মোঃ মেছের আলী সানা, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, সরদার ফারুক আহমেদসহ কাজী সোহাগ, জবেদ আলী গাজী, কাজী ইশতিয়াক, মিজানুর রহমান, কামাল গাজী, এবিএম আকিজ উদ্দিন, আবু হুরায়রা বাদশা, নুরালি গোলদার, এস এম শামসুজ্জামান, শাহিন মোড়ল প্রমুখ। এ সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কল্লোল মল্লিক, চিত্তরঞ্জন সেন, পলাশ কুমার রায়, লালু বিশ্বাস, শংকর বিশ্বাস, অশোক কুমার ঘোষ, জগন্নাথ দেবনাথ, সন্তোষ সরকার, প্রশান্ত সরকার, বিবেক দাস, অধীর বিশ্বাস, উজ্জ্বল কর্মকার, প্রকাশ ঘোষ বিধান, সুকুমার সেন, কালিপদ মণ্ডল, যতনময় মন্ডল, হরিপদ দাস, অলকেশ ঘোষ, দীপঙ্কর অধিকারী, রঞ্জন ভদ্র, সৃজন ঘোষ, প্রশান্ত রায় ও পলাশ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।