কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি'র ৮৪ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ও যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম- এর নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা শহীদ শেখ ফজলুল হক মণির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।