
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রশাসন এর উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযথ সম্মান ও মর্যদায় দিবসটি পালন করা হয়েছে। শুক্রবার ১১ টার সময় উপজেলা অফিস কক্ষে, নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সমবায় অফিসার মোঃ সামছুল হক,বীর মুক্তিযুদ্ধা ইউনুস মিয়া, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, শিক্ষক অজয় রায় প্রমুখ। পরিশেষে কমল মতি ছাত্র ছাত্রীদের ভাষা আবৃত্তি,সাংস্কৃতিক মাতৃভাষা চর্চা, শুদ্ধ ভাষা উচ্চারণ লেখুনীর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন,ইউএনও উজ্জ্বল রায়।
আপনার মতামত লিখুন :