• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন / ৩১
লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক

আজিজুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় মাথা ঠুকে ঠুকে জিয়ারুল ইসলাম (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি মারা গেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ ঐ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। মৃত জিয়ারুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, এক অচেনা ব্যাক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশেপাশে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো সে মানুষিক রোগী। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করেন। এসময় মানুষজন আসার আগেই মাথা ফেটে তিনি মারা যান।
পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল ইসলাম একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যেতো। ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন।তার পর ও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।