
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ লালমনিরহাট সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ১২৮ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে।
ঘটনায় প্রকাশ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন,কোচ নং-ঢাকা মেট্রো ব-১৫-২৬০২ থেকে উক্ত মাদক (ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল) লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমারের নেতৃতে, এসআই সাইফুল ইসলাম,এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স সহ ২০/০৩/২০২৩ ইং রাত আনুমানিক ১০.৩০ঘটিকায় লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সের সামনে তল্লাশী চালিয়ে এ চোরাচালান অভিযানটি সম্পন্ন করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জনাব এরশাদুল হক বলেন- আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। এর ধারাবাহিকতায় আজ চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিংগারবাড়ী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি আরও বলেন আমাদের এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে।।
আপনার মতামত লিখুন :