সেলিম সম্রাট,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের শফিকুল ইসলাম মন্ডল, গোতামারী ইউনিয়নের মোনাব্বুরুল হক মোনা, নওদাবাস ইউনিয়নে একেএম ফজলুল হক, টংভাঙ্গা ইউনিয়নের সেলিম হোসেন, ডাউয়াবাড়ি ইউনিয়নের এড.মশিউর রহমান,পাটিকাপাড়া ইউনিয়নের মজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকা শ্যামল, বড়খাতা ইউনিয়নের আবু হেনা মোস্তফা সোহেল। ফকিরপাড়া ইউনিয়নের ফজলার রহমান খোকন। সিন্দুর্না ইউনিয়নের খতিব উদ্দিন। সিংঙ্গীমারী ইউনিয়নের মনোয়ার হোসেন দুলু ।সানিয়াজান ইউনিয়নের হাশেম তালুকদার।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব, শ্রীরামপুর ইউনিয়নের রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম ইউনিয়নে মোকলেছুর রহমান, জগতবেড় ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সোহেল, জোংড়া ইউনিয়নে মজিবর রহমান, কুচলিবাড়ি ইউনিয়নে হামিদুল হক, বুড়িমারী ইউনিয়নে তাহাজ্জুল ইসলাম মিঠু।