নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এসময় পুলিশ মিছিল থেকে তিনজনকে আটক করেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দইখাওয়া বাজারে এ মিছিল বের হলে পুলিশের বাঁধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের পুত্র আব্দুস সালাম (৪৫) ও সামসুল হকের পুত্র আবুল হোসেন (৪৫), একই উপজেলার গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে দইখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাঁধায় তা পন্ড হয়। এ সময় পুলিশ মিছিল থেকে ৩ জনকে আটক করে।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।