লালমনিরহাট প্রতিনিধিঃ প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।শনিবার ( ৭ জুলাই ) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকির পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান নাকি জেলা পরিষদ থেকে অনুমতি নিয়েছে। এই বিষয়ে আমার কাছ থেকে একটা রেজুলেশন বইয়ে সাক্ষার নিয়েছে। গাছগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পরে ঘটনাটি প্রশাসনকে জানায় এলাকাবাসী।
অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, জেলা পরিষদ থেকে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতির কাগজ পত্র দেখতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে দেখাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তার পাশের গাছ কাঁটার অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :