সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ২য় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আছিম উদ্দিন(৫০) কে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ ।
হাতীবান্ধা থানার সাব ইন্সপেক্টর বজলুর রহমান জানান, গতকাল রাতেই বিষয়টি আমলে নিয়ে থানায় মামলা নথিভুক্ত করা হয় এবং আজ সকালে আছিমুদ্দিন কে গেফতার পূবক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য যে গত শুক্রবার রাতে ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এর আগে শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের দক্ষিণ সিন্দুর্না ( ৬নং ওয়াড) এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে। অভিযুক্ত আছিম উদ্দিন উপজেলার দক্ষিন সিন্দুর্না গ্রামের মৃত শহির উদ্দিনের ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ ওসি এরশাদুল আলম বলেন, গতকাল রাতেই মামলা রুজু করা হয়েছিলো আজ সকালে আসামীকে গ্রেফতার করা হয়েছে।