• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়ক’র দাবিতে মানববন্ধন


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন / ১৭০
লালমনিরহাটের হাতীবান্ধায় নিরাপদ সড়ক’র দাবিতে মানববন্ধন

সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মিলনবাজার এলাকার স্থানীয় এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার মিলনবাজার ইউনিট ছাত্র লীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক লিমন, হাতীবান্ধা রক্তদান সংস্থার সহ-সভাপতি শাকিলসহ
আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাই আমরা নিরাপদ সড়ক চাই।