• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্ভোধন


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৩, ২:১৫ অপরাহ্ন / ১১৪
লালমনিরহাটের হাতীবান্ধায় সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্ভোধন

সেলিম সম্রাট, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু, কালভার্ট নির্মাণ প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উওর ধুবনী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সিংগীমারী ইউনিয়নের উওর ধুবনী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পূর্ব পাশে মোতালেবের জমির নিকট ৯.১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ, সিংগীমারী ইউনিয়ন শাখার সভাপতি, হাফিজ উল্ল্যাহ টাইফনের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি, লিয়াকত হোসেন বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্,ঠিকাদার পারভেজ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।