• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৭:০৮ অপরাহ্ন / ৭৬
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সেলিম সম্রাট, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়ায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড়ের পশ্চিম পার্শে একটেল টাওয়ার সংলগ্ন পাকা রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আকাশ তার নানুর বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম থেকে মোটর সাইকেলে তার নানুসহ বড়খাতা নিজ বাড়িতে আসার সময় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে তাদেরকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আকাশের মৃত্যু হয়।

আকাশ বড়খাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমিরুল হক আমুর নাতি এবং বড়খাতা বাজারের ব্যাবসায়ী উজ্জ্বলের পুত্র।

হাতীবান্ধা হাইওয়ে থানার উপ- পুলিশ পরিদর্শক আরিফ উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।