• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ জুয়াড়ি আটক


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২১, ৯:৪৩ অপরাহ্ন / ১৬৫
লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ জুয়াড়ি আটক

সেলিম সম্রাট,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝারা এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ আগষ্ট) রাতে হাতীবান্ধা থানা পুলিশের এস,আই আবু বক্কর সিদ্দিক বিষয়টি আজকের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

আটক চার জন হলেন-মোঃ জানিফ হোসেন(২২),মোঃ মোসলেম উদ্দিন ওরফে বাবু(২৩),মোঃ মকবুল হোসেন (২০),মোঃ আবু তাহের (২০)।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দিনগত রাত সাড়ে ১১টায় এস,আই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স ঠ্যাংঝারা এলাকায় অভিযান চালায়।

অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করা। এসময় তাদের কাছ থেকে ১টি প্লাস্টিকের বস্তা, ১০২ পিস কার্ড (তাস) ও নগদ দুইশত ৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবত একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন।

জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ এরশাদুল আলম ।