নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রামের মসজিদের পাড় নামক স্থানে রেল লাইনের উপর বসে থাকাকালীন সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার মসজিদের পাড় নামক স্থানে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরের দিকে রেললাইন বসে থাকা অবস্থায় অজান্তেই বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে কয়েক খন্ডিত হয় ওই অজ্ঞাত যুবকের শরীর।
স্থানীয় কয়েকজন দিন মজুর জানান, আমরা ভুট্টা খেতে কাজ করছিলাম এ সময় ট্রেন কয়েকবার হুসাইল দেয় পরে এবং লাইনে বসে ছিল ওই ব্যক্তি। আমরা অনেক ডাকাডাকি করলেও সে আমাদের ডাক শুনতে পায়নি, পরে দেখি সে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়। এ বিষয়ে আমরা রেলওয়ে পুলিশকে অবগত করছি । ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :