সেলিম সম্রাট, লালমনিরহাটঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রাম বাজারে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ০৭নং ওয়ার্ড দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সাফিউল আলম বাবলু সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং দহগ্রাম ইউনিয়ন শাখা। হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান ০৭নং দহগ্রাম ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দহগ্রাম ইউনিয়ন শাখা। মাহাবুল আলম সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, দহগ্রাম ইউনিয়ন শাখা । বাংলাদেশ ছাত্রলীগ ৭নং ওয়ার্ড দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ও পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ ৫১ বিশিষ্ট কমেটির নেতা কর্মী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :