
মোঃ রাসেল সরকার,ঢাকাঃ লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সি ক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়, জেনেসিস বাংলাদেশ, পাকা মসজিদ মিরপুর ১। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন চীফ এ্যডভাইজার লায়ন মোঃ মজিবুল হক চুন্নু (এমজেএফ) PDG,এ্যডভাইজার ইঞ্জিনিয়ার লায়ন মৃধা নজরুল ইসলাম।
এ্যডভাইজার লায়ন সাহানা মুজিব, ক্লাবের সভাপতি ডাক্তার লায়ন সাইদুর রহমান শৈবাল, সেক্রেটারি ইঞ্জিনিয়ার লায়ন এস এম তাসদীক, অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।
ইঞ্জিনিয়ার লায়ন নজরুল ইসলাম, লায়ন মোঃ উজ্জ্বল হোসেন, সভাপতি তার বক্তব্যে বলেন আমরা কাজ করি সমাজের জন্য,গত বছর আমাদের ক্লাব সেবামূলক কাজে ভালো করেছে এই বছরেও আমরা পূর্বের ন্যায় সেবামূলক কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মিটিং এর মুলতবি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :