• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

লাইসেন্স না থাকায় পশু খাদ্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৭:০২ অপরাহ্ন / ৬৭
লাইসেন্স না থাকায় পশু খাদ্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক,দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রেলওয়ে বাজারে অভিযান চালিয়ে একজন পশু খাদ্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় চিরিরবন্দর উপজেলা ভ্যাটোনারি সার্জন ডা. রুপম চন্দ্র উপস্থিত ছিলেন।

পশু খাদ্য বিক্রির লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার দায়ে মনোষা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মিনাল বাবুকে এ অর্থদণ্ড দেয়া হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা বলেন, “মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৬ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।