মোস্তাইন বীন ইদ্রিস (চঞ্চল),খুলনা: খুলনা জেলা পরিষদ নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে সাধারণ-৭ (দিঘলিয়া) ওয়ার্ডে হাতি প্রতীকে জয়ী হয়েছেন মো. সাইফুল ইসলাম। পাশাপাশি সাধারণ-১ (দাকোপ) ওয়ার্ডে সদস্য প্রার্থী অসীম কুমার বৈদ্য ঢোল প্রতীক নিয়ে কোনো ভোট পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. মনিরুজ্জামান তালুকদার।
জানা যায়, সাধারণ-৭ ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় খুলনা জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লটারির ভিত্তিতে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে লটারির মাধ্যমে তাকে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। তিন প্রার্থীর মধ্যে সাইফুল ইসলাম হাতি প্রতীক নিয়ে ২৯ ভোট, মো. জাকির হোসেন টিউবওয়েল প্রতীকে ২৯ ভোট ও মোল্লা আকরাম হোসেন তালা প্রতীক নিয়ে ২২ ভোট পায়।
রিটার্নিং অফিসার মনিরুজ্জামান তালুকদার বলেন, প্রার্থীদের মধ্যে সাইফুল ইসলাম হাতি প্রতীকে ও জাকির হোসেন টিউবওয়েল প্রতীকে সমান সংখ্যক ২৯ ভোট পান। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় তাদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লটারি করা হয়। লটারিতে হাতি প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচিত হন। দুই প্রার্থীই লটারির ফলাফল মেনে নেন।
এদিকে সাধারণ-১ ওয়ার্ডে জয়ী সরোজিত কুমার রায় ( ৬০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বিরা কবির হোসেন খাঁন (৩৮), মো: মহিউল আলম খান (৩৫) এবং অসীম কুমার বৈদ্য কোনো ভোট পাননি।
আপনার মতামত লিখুন :