এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ হতে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন।আওয়ামী সমর্থিত অনেক ত্যাগী নেতাকর্মী নৌকার হাল ছেড়ে ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় এখানকার ভোটাররা লড়েচরে বসেছেন।চা দোকান হতে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় এমএ সাত্তার সাহেবের ব্যাপক গুঞ্জন শুনা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীতি নির্ধারকরা ঘোষনা দিয়েছেন একই দলের প্রার্থী স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলে ওই প্রার্থীকে কোন প্রকার হয়রানি করতে পারবেনা নৌকার মনোনীত প্রার্থী। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বেশ জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী নেতাকর্মীরা। পোস্টার লাগানো সহ মাইকিং চলছে সর্বত্র। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বলছেন,অবাধ -সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে বিপুল ভোটে জয়লাভ করবেন অধ্যক্ষ এমএ সাত্তার যিনি সাত্তার ট্টাস্ট হিসেবে ব্যাপক ক্ষ্যাতি ও সুনাম অর্জন করেছেন।১৮ নং কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজার ব্যবসায়ী কাজী মাকছুদ বলেন,এমএ সাত্তার সাহেব একজন উদার মনমানসিকতার মানুষ যিনি দীর্ঘদিন যাবত অসহায় মানুষের পাসে থেকে বিভিন্ন ধরনের সহায়তা করে আসছেন।তিনি নির্বাচিত হলে লক্ষ্মীপুর সদর আসনের ব্যাপক উন্নয়ন হবে বলে আমি আশাবাদী। মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান রুবেল পাটোয়ারী বলেন,এমএ সাত্তার সাহেব খুবই ভালো মানুষ। তার মতো লোক সংসদে গেলে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে।
আপনার মতামত লিখুন :