এ কে আজাদ, লক্ষ্মীপুরঃ নোয়াখালী ও ফেনীতে শুরু হওয়া ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে অনেক হতাহতের ঘটনার পর যখন সারাদেশের মানুষ কম্পিত হয়ে উঠেছিল, ঠিক তেমনই সেখানকার পানি প্রভাবিত হয়ে লক্ষ্মীপুর প্রবেশ করায় এখানেও গৃহবন্দী হয়ে পরে লাখ লাখ মানুষ।
বন্যার এ ভয়াবহতায় ঢাকার বহু সেচ্ছাসেবী সংগঠনের পাসাপাসি বিভিন্ন রাজনৈতিক দল,চলচিত্র, তৃতীয় লিঙ্গ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের লোকজন ছুটে আসেন বানভাসি মানুষকে ত্রান দিয়ে সহযোগিতা করতে।এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়নের মরহুম তৈয়ব চৌধুরী চেয়ারম্যানের সুযোগ্য ছেলে নৌবাহিনীর ক্যাপ্টেন ইকবাল চৌধুরী ও ছুটে আসেন নিজ এলাকার মানুষের সহায়তা দিতে।তিনি তার ব্যাক্তিগত ফান্ড থেকে ২০০ দুইশত প্রতিবেশীকে ত্রান সহায়তা দিয়েছেন।
বুধবার তার নিজ বাড়ী হতে এই ত্রান সহায়তা দিয়ে থাকেন।ত্রান প্যাকেজে রয়েছে চাউল, তেল, পেয়াজ, মসুরী ডাল, রসুন। যা পেয়ে এলাকার পানিবন্দী মানুষ খুবই খুশী হয়েছেন। এলাকার মানুষ বলেছেন, বন্যার এমন ক্লান্তিলগ্নে আমরা এই ত্রান পেয়ে খুবই খুশি হয়েছি।দোওয়া করি,মহান আল্লাহ্পাক যেন তার নেক হায়াত দান করেন।