নিজস্ব প্রতিবেদক,লক্ষীপুরঃ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথযাত্রা কর্মসূচী পালন করতে গিয়ে, আওয়ামী লীগের হামলার শিকার হয়ে প্রায় শতাধিক নেতাকর্মী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার বিকেল লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ১০ দফা দাবি আদায় হচ্ছে মূল লক্ষ্য। আর সেই দাবি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আজ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজীরপাড়া, মান্দারি, চন্দ্রগঞ্জ, চরশাহী, কুশাখালী ও দিঘলী সহ প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাপিয়ে পড়ে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ্যানির সঙ্গে হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব,জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন,জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।
এদিকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় বিভিন্ন জায়গা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে কমলনগরে ১৫জন, হাজীরপাড়ায় ২০জন আহত হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি) জানান, আমাদের শান্তি সমাবেশে জেলার ৫৮টি ইউনিয়নে মানুষের ব্যাপক উপস্থিতি দেখে বিএনপি এখন দিশাহারা হয়ে গেছে। জনগণ তাদের পথযাত্রা কর্মসূচীতে অংশগ্রহন করেনি। তারা এখন নিজেদের নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করে নালিশ করছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে বলেন, তিনি লক্ষ্মীপুরের বাহিরে, দুই দলের কর্মসূচী থাকায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।
আপনার মতামত লিখুন :