• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরের শাহী গাড়ীর ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী গুরুতর আহত-০৩,১ জন ঢাকা মেডিকেলে ভর্তি


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন / ১৪০
লক্ষ্মীপুরের শাহী গাড়ীর ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী গুরুতর আহত-০৩,১ জন ঢাকা মেডিকেলে ভর্তি

এ.কে আজাদ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতি মহাসড়কে শাহী গাড়ীর বেপরোয়া ধাক্কায় সিএনজি পিষ্ট হয়ে সিএনজিতে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ শে আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২:১৫ মিনিটের সময় বাদশা মিয়া বায়তুল্লাহ জামে মসজিদের সামনে।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়,১৮ নং কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার লিটন, জেসমিন, রিয়াজ ও রোম্মান সিএনজি যোগে রামগতি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে ঘাতক বাসটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দিলে সিএনজি গাড়ীটি পিষ্ট হয়ে গাড়ীতে থাকা সকল যাত্রী খাদে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।খবর নিয়ে জানা যায়,উক্ত শাহী গাড়ীটি আলেকজান্ডার হতে সকাল ১১ঃ০০ টার সময় চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা পথে এ দুর্ঘটনা ঘটায়।সিএনজিতে থাকা আহত সকলকে স্হানীয় এলাকাবাসী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সকলকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করেন।এসময় খবর পেয়ে আহতদের পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে করে নোয়াখালীর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করান।সেখানে উন্নত চিকিৎসা শেষে দুইজনকে রিলিজ দিলেও লিটন নামে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।তার অবস্হা খুবই আশংকাজনক,এহেন পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার জন্য ব্যয়বহুল খরচের প্রয়োজন বলে দাবী করেছেন ভুক্তভোগী লিটনের পরিবার।এদিকে ভুক্তভোগী লিটনের ভাইয়ের শশুর কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগের ভিত্তিতে কমলনগর থানার এসআই ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করে দুমড়ে মুচড়ে যাওয়া একটি সিএনজি ও একটি মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।ঘাতক বাসটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সোলাইমান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।