• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২২, ৪:৫১ অপরাহ্ন / ১৯৭
লক্ষ্মীপুরের রায়পুরে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জয়নাল আবেদীন, লক্ষ্মীপুরঃ ফেনী জেলার ফুলগাজী থানার পেনাল কোডের মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়ার নের্তৃত্বে এস.আই এমদাদুল হক ও এ.এস.আই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রায়পুর থানাধীন বর্ডার এলাকা থেকে পেনাল কোডের মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হুমায়ূন হাসান ওরফে রাকিব (৩৫) কে গ্রেফতার করে। রাকিব রায়পুর থানার শায়েস্তানগর এলাকার কাঁচারী মোল্লা বাড়ীর আবুল কালাম সুলতানের ছেলে।

সকালে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চি করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত রাকিব ফেনী জেলার ফুলগাজী থানার মামলা নং-০৩, তারিখ- ১৯/১১/২০১০ইং, জিআর- ১১৯/১০, দায়রা মামলা নং- ২০২/১২, ধারা- ৩৯৬ পেনাল কোড এর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।