• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে সেপটি ট্যাংকি থেকে ২ জনের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ৬:০০ অপরাহ্ন / ৯০
লক্ষ্মীপুরের রামগঞ্জে সেপটি ট্যাংকি থেকে ২ জনের মরদেহ উদ্ধার

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে বক্তার বাড়িতে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে দাদা সফি উল্যাহ (৮০) ও নাতি মো. ওমরের (৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সফিউল্যার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, সকাল ৯টার দিকে তারা দুইজন হাঁটতে বের হয়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ পাওয়ায় তাদের খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে পাশে জুতা পড়ে থাকে তাই সমনে দেখে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অসাবধানতা বসতঘরের সেপটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। এটি একটি দুর্ঘটনা। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।