• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পুন্ন


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন / ১৪৬
লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পুন্ন

জয়নাল আবেদীন, লক্ষ্মীপুরঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ পানপাড়া বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজ আলম নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বুধবার বিকেলে প্রিজাইডিং অফিসার রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে হারুনুর রশিদ বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হন ও মো. মাহফুজ আলম হাতি প্রতীক ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও নজরুল ইসলাম মাসুম টেবিল প্রতীক ১১৬ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. মোহছেন পাটোওয়ারী বাস প্রতীক ১৩৪ ভোট পেয়ে যুগ্ন-সাধারণ সম্পাদক এবং মো. রেদয়ান হোসেন রাজু রেডিও প্রতীক ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনে ২৯৫ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ১৬ জন ভোটার। এ নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। এসময় ৬ নং লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজুল্লাহ জিসান ভোটার হিসাবে ভোট দেন।

নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে প্রার্থীদের কর্মীরা নির্বাচনের বাইরে পানপাড়া সড়কে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে।
রামগঞ্জ লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজুল্লাহ জিসান বলেন, সুস্থ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে সুস্থ ভোট করতে সহযোগীতা করেছি। নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখেন।