
এ.কে আজাদ, লক্ষ্মীপুরসঃ সড়কতো নয়, যেন মরন ফাঁদ!এই সড়কটি ১৮ নং কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজার টু দীঘলী ইউনিয়নের দীঘলী বাজারের প্রবেশ দ্বার পর্যন্ত। প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত শত শত লোকের যাতায়াত এই পথ দিয়ে।চরম অবর্ননীয় দৈন্যদশায় পরিনত হওয়া এই সড়কটি অতি দ্রুত সংস্কার ও মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনার আশু সম্ভাবনা রয়েছে। এই এলাকার জনসাধারণের দাবী অনতিবিলম্বে সড়কটির উন্নয়ন করা হউক।লক্ষ্মীপুরের দায়িত্বশীল কর্মকর্তাগন একটু নজর দিলেই সড়কটি সংস্কার করা সম্ভব হবে।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে রাস্তা -ঘাট,পোল-কালভার্ট নির্মাণ করে চলেছেন।বড় বড় বাজেট ঘোষণার মধ্যে বরাদ্দ চলমান রয়েছে। অথচ এখানকার উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তার নজরদারীতে আসেনাই এই সড়কটি বিনির্মানে। এই সড়কটি দিয়ে প্রতিদিনই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ অফিসিয়াল চাকুরীজীবির পাসাপাসি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যাতায়াত করেন।হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা এই সড়কটি বেহাল থাকার দরুন।গর্ভবতী মায়েদের ডেলিভারির গুরুত্বপূর্ণ এই সময়ে ভিন্ন পথে অনেক সময় ব্যায় করে হাসপাতালে নিয়ে পৌছাতে হয়।
আপনার মতামত লিখুন :